ভুবনেশ্বর, ২২ অক্টোবর: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) ডানা (Dana)। বৃহস্পতি সকালের মধ্যে ওড়িশা (Odisha) এবং বাংলার (West Bengal) উপকূলে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরে তৈরি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ডানার ভয়ে যখন ওড়িশার উপকূলবর্তী রাজ্যগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় বড় সিদ্ধান্ত নিল সে রাজ্যের সরকার। ডানার প্রভাবে যাতে পর্যটকদের কোনও ধরনের বিপদের মুখে পড়তে না হয়, তার জন্য আগামী ৩ দিন বন্ধ থাকবে সিমলিপাল অভয়ারণ্য। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ সিমলিপালে।
২৪ অক্টোবর পুরী এবং সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা। ফলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। সেই সঙ্গে সমস্ত স্কুল, কলেজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।