আহমেদাবাদ, ১৫ জুন: গুজরাটে শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় বিপর্যয়ের দাপট। ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হতেই রূপেন ভান্ডার এলাকা থেকে উদ্ধার করা হয় ৭২ জনকে। গুজরাটের ওই এলাকা নীচু হওয়ায়, সেখানে জল ঢুকতে শুরু করে হু হু করে। ফলে বিপদ বুঝে সেখানে হাজির হন বিপর্যয় মোকাবিলাকারীরা। এনডিআরএফের পরপর ৬টি দল হাজির হয়ে সেখান থেকে উদ্ধার করে ৭২ জনকে। যাঁদের মধ্যে ৩২ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং রয়েছে ১৫ শিশু। রূপেন ভান্ডার এলাকা থেকে উদ্ধার করে ওই ৭২ জনকে দ্বারকার একটি স্কুলে নিরাপদে রাখা হয়েছে।
আরও পড়ুন: Cyclone Biparjoy: বিকেল থেকে মাঝরাত পর্যন্ত চলবে স্থলভাগে ঘূর্ণিঝড়ের দাপট, সতর্কতা মৌসম ভবনের
#CycloneBiparjoy | Six NDRF teams evacuated 72 civilians (Male-32, Female-25, Children-15) From Rupen Bandar low-lying area and shifted them to NDH School Dwarka.#Gujarat
— ANI (@ANI) June 15, 2023
অন্যদিকে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আগেই জামনাগরে হু হু করে জল ঢুকতে শুরু করে। ফলে জলমগ্ন হয়ে যায় জামনগরের একাধিক এলাকা...
Jamnagar #Gujaratcyclone pic.twitter.com/AJCmtOPY7X
— Tarang patel (@Tarang_patel77) June 15, 2023