দিনেই যেন ঘনিয়ে এল রাতের অন্ধকার। গুজরাটের কচ্ছ জেলার নালিয়ায় ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার আগে দিনের আলোতেই কার্যত রাতের অন্ধকার নেমে আসে। জানা যাচ্ছে, গুজরাটের মান্ডবী এবং পাকিস্তানের করাচির মধ্যে ধূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
#WATCH | Light rain in Naliya town of Kachchh district as Very Severe Cyclonic Storm 'Biparjoy' continues to move towards Gujarat coast pic.twitter.com/eCMKAr0GmV
— ANI (@ANI) June 13, 2023
বিপর্যয় আছড়ে পড়ার আগে গুজরাটের গান্ধীধামে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন...
#WATCH | Gujarat | Hundreds of trucks parked at Gandhidham due to the closure of Kandla Port in the wake of #CycloneBiparjoy. pic.twitter.com/RC17R68A6P
— ANI (@ANI) June 13, 2023