After Cyclone (Photo Credit: ANI)

আহমেদাবাদ, ১৬ জুন: কিছুটা কমল  ঘূর্ণিঝড় বিপর্যয়ের শক্তি। অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল বিপর্যয়। গুজরাটে তাণ্ডব চালিয়ে এবার রাজস্থান অভিমুখে সরছে ঘূর্ণিঝড়। বিপর্যয়ের দাপটে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলছে। আহত ২২ জন। রিপোর্টে প্রকাশ, গুজরটের ভাবনগর জেলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে গুজরাটের ৯৪০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই। অন্ধকারে ঢেকেছে গুজরাটের ৯৪০টি গ্রাম। গুজরাট থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিপর্যয়ের অভিমুখ যখন রাজস্থানের দিকে, সেই সময় মহারাষ্ট্রেও সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে।

জানা যাচ্ছে, জামনগরে বিস্তর ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টি এবং ঝড়ের দাপটে জামনগরে একের পর এক গাছ উপচে পড়তে শুরু করে। সেই সঙ্গে জামনগরে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে খবর।

অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে যখন সমুদ্র উত্তাল, সেই সময় মান্ডবী জনবসতি এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। ফলে মান্ডবীর একের পর এক হাসপাতাল, কমপ্লেক্স আপাতত জলের তলায়। মান্ডবীতে যে নীচু এলাকাগুলি রয়েছে, সেখানে জল ঢুকে জনজীবন বিপর্যস্ত বলে খবর।

সূত্রের খবর, শুক্রবার বিকেলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে বিপর্যয়। বর্তমানে সৌরাস্ট্র, কচ্ছে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইছে। অতি প্রবল থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিকেলে গভীর নিম্নচাপের রূপ নেবে বিপর্যয়। এমনই জানান মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।