নয়াদিল্লিঃ প্রতারকদের জালে পা দিয়ে ৫৯ লক্ষ ৫৪ হাজার টাকা খোয়ালেন নয়ডার (Noida) এক মহিলা চিকিৎসক (Lady Doctor)। তাঁর নাম ডঃ পুজা গয়াল। নয়ডার সেক্টর ৭৭-এর বাসিন্দা তিনি। মহিলা চিকিৎসকের অভিযোগ, ১৩ জুলাই একটি ফোন আসে তাঁর কাছে। ফোনের ওপারে থাকা ব্যাক্তি নিজেকে 'টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার' (Telephone Regulatory Authority of India)একজন আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগকারীনিকে বলা হয়,তাঁর ফোন থেকে 'পর্ণ ভিডিয়ো' (Porn Video) আপলোড করা হচ্ছে। শুধু তাই নয়, ওই তরুণীকে বলা হয় তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest) করা হয়েছে। ৪৮ ঘণ্টা ধরে নানাভাবে অভিযোগকারীনিকে হুমকি দেওয়া হয়। এরপরই ভয় পেয়ে যান মহিলা চিকিৎসক। প্রতারকদের ফাঁদে পা দিয়ে একটি একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ৫৯ লক্ষ ৫৪ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। সোমবার, ২২ জুলাই নয়ডার সেক্টর ৩৬-এর সাইবার ক্রাইম সেলে পুলিশি অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম সেলের সহকারী পুলিশ কমিশনার বিবেকরঞ্জন রাই বলেন, "যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার নথি আমরা পেয়েছি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।"
Doctor Loses 59 Lakhs In 'Digital Arrest' Scam, Was Told She Circulated Porn https://t.co/Enk69ed7PI
— NDTV (@ndtv) July 25, 2024