চেন্নাই: ৩ কোটি টাকা বাজার মূল্যের নিষিদ্ধ মাদক আমফেটামাইন (Amphetamine)-সহ চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) গ্রেফতার হল এক ব্যক্তি। তাকে গ্রেফতার করে কাস্টমস দপ্তরের আধিকারিকরা (Customs Officials)। ধৃতের ব্যাগেজের মধ্যে খোপ তৈরি করে ওই নিষিদ্ধ মাদক (Drug) লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বুধবার জানা গেছে।
এপ্রসঙ্গে চেন্নাই বিমানবন্দরের কাস্টমস দফতরের এক প্রবীণ আধিকারিক জানান, ধৃত ব্যক্তি পশ্চিম আফ্রিকার গিনি প্রজাতন্ত্র (Guinea) থেকে আদ্দিস আবাবা (Addis Ababa) হয়ে চেন্নাইয়ে এসেছিল বলে ১২ ফেব্রুয়ারি গোয়েন্দা সূত্রে জানা যায়। তিনি আরও বলেন, "ধৃতের লাগেজ চেক করার সময় দেখা যায় ব্যাগের ভেতরে নকল বোতাম দিয়ে একটি কালো রঙের পাউচ (black colour pouch) লাগানো রয়েছে। তার মধ্যে রয়েছে সাদা রঙের পাউডার টাইপের জিনিস। পরে সেটি পরীক্ষা করে দেখা যায় ১ কিলো ৫৩৯ গ্রাম নিষিদ্ধ মাদক আমফেটামাইন রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি টাকা। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।"
Based on intelligence Chennai Airport Customs arrested a man
who arrived from Guinea via Addis Ababa.
He was hiding 1539gms of Amphetamine worth ₹3Cr in the flase cavity of his baggage pic.twitter.com/rg0MklarAj
— Atulkrishan (@iAtulKrishan) February 15, 2023