জ্বলছে বিক্ষোভের আগুন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ হিংসার আগুনে জ্বলছে নাগপুর(Nagpur Violence)। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় মহারাষ্ট্রের(Maharashtra) এই শহর। অশান্তির জেরে আহত হয়েছেন ১৫ জন পুলিশকর্মী সহ ৫ আমজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ(Curfew)। মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর( Aurangzeb's Grave) সরানোর দাবিতে মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আর তেমনই এক কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়াকে ঘিরে শুরু হয় তুমুল বচসা। ধীরে ধীরে তা চরমে পৌঁছয়। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের ঘায়ে আহত হন পুলিশকর্মীরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর জুড়ে জারি করা হয় কারফিউ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ২০ জনকে আটক করেছে পুলিশ। গোটা এলাকায় চলছে টহলদারি। ইতিমধ্যেই নাগপুরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।

হিংসায় পুড়ল নাগপুর, আহত ২ আমজনতাসহ ১৫ পুলিশকর্মী

নাগপুরের পুলিশ কমিশনার ডাঃ রবীন্দ্র সিঙ্ঘল বলেছেন, "আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। একটি ধর্মগ্রন্থ পোড়ানোকে কেন্দ্র করে হিংসা ছড়ায়। খবর পেয়েই আমারা ব্যবস্থা নিয়েছি। একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে আমার অফিসে এসেছি। ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার দিকে। বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।"

ঔরঙ্গজেব বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত নাগপুর