নতুন দিল্লি, ৭ এপ্রিল: করোনা (Coronavirus) মোকাবিলায় লকডাউন (Lockdown), সোশ্যাল ডিসট্যানন্সিং-সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া সত্বেও বাড়ছে সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে কোনও কোনও রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে। এনিয়ে বিচার বিবেচনা করে দেখছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে ৩৫৪ জন। মঙ্লবার সবেমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪২১। মৃতের সংখ্যা ১১৭। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু সংখ্যা বেড়েছে ৬। বিশ্ব স্বাস্থ্য দিবসে (World Health Day 2020) এক বিশেষ টুইট বার্তায় দেশবাসীকে সামাজিক দূরত্ব বাড়াতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিজের জীবন বাঁচানোর পাশাপাশি অপরের জীবনকে সুরক্ষিত করতেও অনুরোধ করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে অনুরোধ রাখেন যাতে তাঁরা স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, চিকিৎসাকর্মীদের প্রতি সকলে কৃতজ্ঞ থাকেন। যাঁরা মহামারী করোনাকে রুখতে একেবারে সামনের সারিতে থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। টুইটের সিরিজে প্রধানমন্ত্রী এক জায়গায় বলেন, এই বিশেষ দিনটি থেকে হয়তো মানুষ গোটা বছর ধরে শরীরকে সুস্থ রাখার প্রতি নজর দেবে। যদি তেমনটা ঘটে থাকে তাহলে দেশের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি উন্নত ও সুরক্ষিত হবে। আরও পড়ুন, ১৪ এপ্রিলের পর ধাপে ধাপে উঠতে পারে লকডাউন, সব রাজ্যের মতামত খতিয়ে দেখছে কেন্দ্র
Till now 326 persons have been discharged after recovery. Till now there are 4,421 #COVID19 positive cases in the country, including 354 cases in the last 24 hours: Lav Aggarwal, Joint Secretary, Health Ministry pic.twitter.com/fIW5i0o9JZ
— ANI (@ANI) April 7, 2020
১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের (Lockdown in India) কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৪ এপ্রিলই শেষ হচ্ছ সেই সময়সীমা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে করোনা মহামারীর আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতে একাধিক রাজ্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে, যদি আরও কিছুদিন লকডাউনের সময়সীমা বাড়ানো যায়। সকলের প্রস্তাবই খতিয়ে দেখছে কেন্দ্র।