সেনা জওয়ানদের ফাইল ছবি (Photo Credits: IANS)

শ্রীনগর, ৩ জুলাই: একের পর এক সেনা জঙ্গির গুলির লড়াইতে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার রাতে ফের এনকাউন্টার হল শ্রীনগরের (Srinagar) মালবাগ এলাকায়। সেনার গুলিতে এক জঙ্গি খতম হয়েছে। শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ানও।  নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে জঙ্গির গুলির লড়াইয়ের খবর টুইট করে জানায় জম্মু ও কাশ্মীরের পুলিশ। শ্রীনগরের মালবাগ জোনে চলছে এনকাউন্টার। গুলির লড়াইতে গুরুতর জখমহন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এক জওয়ান তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান ওই জওয়ান। রাতে মালবাগ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফ। সেই সময়ই সেখানে আত্মগোপন করে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

পাল্টা জবাব দিতে কালবিলম্ব করেনি সিআরপিএফ। শুরু হয়ে যায় এনকাউন্টার। এনিয়ে গত ৪৫ দিনের মধ্যে শ্রীনগরেই তিনবার সেনা জঙ্গির গুলির লড়াই হয়ে গেল। সূত্রের খবর, শ্রীনগরের মালবাগের ওই অঞ্চলে ১-২ জঙ্গি এখনও রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রাতের অন্ধকারে জোরদার লড়াই চলছে। আরও পড়ুন-Saroj Khan Dies: হৃদরোগে নিভল প্রাণ, প্রয়াত বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, গতকাল রাতে শ্রীনগরের উপকণ্টে মালবাগ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েছে সিআরপিএফ ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে শুরু হয় তল্লাশি অভিযান। এই গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়েছে। এর আগে গত ২১ শ্রীনগরের জাদিবাল এলাকায় ৩ জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। গত ২৬ জন আর এক এনকাউন্টারে পুলওয়ামার অবন্তীপোরার ত্রাল এলাকায় আর এক জঙ্গি খতম হয়।