বাবা রামদেব (Photo Credits: PTI)

মজফ্ফরপুর, ২৪ জুন: বিহার (Bihar) আদালতে যোগ গুরু বাবা রামদেব (Yoga Guru Ramdev) এবং পতঞ্জলি আয়ূর্বেদের এমডি আচার্য বালকৃষ্ণের (Patanjali Ayurved MD Acharya Balkrishna) বিরুদ্ধে মামলা দায়ের। তাদের দু'জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, করোনা মোকাবিলায় ওষুধ তৈরির কথা বলে লাখ লাখ মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আরও পড়ুন: COVID-19 Medicine by Patanjali: করোনার ওষুধ নিয়ে এল পতঞ্জলি, ১০০ শতাংশ সুস্থতার আশ্বাস বাবা রামদেবের 

প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে রামদেব এবং সংস্থার এমডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তামান্না হাশমি, পেশায় তিনি স্বেচ্ছাসেবক। যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে তিনিই মামলা ঠুকেছেন। তবে কোর্ট-কাচারির দুনিয়ায় তাঁর নামটা বেশ পরিচিত। কারণ একাধিক ইস্যুতে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি।

অশ্বগন্ধা, গিলোই ও তুলসি সমৃদ্ধ করোনিল খেলে করোনায় আক্রান্ত রোগী ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠবেন। সেই জীবনদায়ী ওষুধই মঙ্গলবার লঞ্চ করবেন তিনি। তাঁর আরও দাবি, গত ৩ দিনে প্রায় ৬৯ শতাংশ করোনাক্রান্ত রোগী এই ওষুধে সুস্থ হয়েছেন। আগামী ৭ দিনে ১০০ শতাংশ মানুষ আরোগ্যলাভ করবে বলে দাবি করেন বাবা রামদেব। এর পিছনে রামদেবের ব্যাখ্যা এবং যুক্তি কী আদৌ সঠিক? সেটি নিয়ে এবার সরাসরি সমস্ত তথ্য রামদেবের কাছ থেকে চেয়ে পাঠায় আয়ূশ মন্ত্রক। যতদিন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা মারফত এই ওষুধের কার্যকারিতা প্রকাশ্যে আসছে, ততদিন প্রকাশ্যে প্রচার এবং বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক।