মুম্বই, ২৬ সেপ্টেম্বর: চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত শুধু বিনাটিকের যাত্রীদের জরিমানা করে বিপুল অর্থ এল মধ্যরেলের কোষাগারে। এই উপার্জনের অংক ১০০.২৯ কোটি টাকা। মাত্র ছয় মাসেই বিনা টিকিটের যাত্রীদের থেকে এই টাকা আদায় করেছে মধ্য রেলওয়ে কর্তপক্ষ। মধ্য রেলওয়ের মুম্বই শাখার তরফে টুইট করে এই উপার্জনের খবর জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, মূলত মুম্বই শহরে বিনা টিকিটের যাত্রী কমাতেই উদ্যোগ নিয়েছিল মধ্য রেলওয়ে, এটি তারই সুফল বলতে পারেন। এই প্রসঙ্গে মধ্য রেলওয়ের মুখপাত্র শিবাজি সুতার জানিয়েছেন, গতবারের তুলনায় ২০১৯-২০২০ আর্থিক বর্ষে ১৪ বিনা টিকিটের যাত্রী ধরে ১৪ শতাংশ বেশি আয় করেছে মধ্য রেলের মুম্বই শাখা।
এই একই সময় গত বছর মোট ১.৫ লক্ষ কেসের সঙ্গে ডিল করতে হয়েছিল মধ্য রেলকে (Central Rail)। তাতে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা বাবদ কোষাগারে জমা পড়েছিল ৮৭.৯৮ কোটি টাকা। এবারের উপার্জন সেই হিসেবকেও ছাড়িয়ে গেল। যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র, স্টেশন টিকিট বুকিং এজেন্ট ও জনসাধারণ টিকিট বুকিং সেবা থেকে টিকিট কাটলে তা কাউন্টার ছাড়ার আগে ভাল করে দেখে নিতে অনুরোধ করছে মধ্য রেল কর্তপক্ষ। টিকিটে কোনও সমস্যা থাকলে কিন্তু জরিমানা দিতেই হবে। গত আগস্ট মাসেই এই মর্মে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে মধ্য রেলওয়ে, সেখানেই বলা হয়েছে অযথা জরিমানা এড়াতে হলে কাউন্টার ছাড়ার আগে অসংরক্ষিত টিকিটের যাবতীয় তথ্যাদি খুটিয়ে দেখে নিন। আরও পড়ুন-ভারত ‘হিন্দু রাষ্ট্র’ এখানে মুসলমানরা থাকবে না, সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বেধড়ক মারধর খেল যুবক(দেখুন ভিডিও)
Ticketless travel: CR nets ₹100. 29 crore during the first 6 months (1st April to 24th September) of the financial year 2019-20. pic.twitter.com/dKR9GO8HO2
— Central Railway (@Central_Railway) September 26, 2019
এখানেই শেষ নয়,এখন টিকিট কেটে যাত্রীরা ট্রেনে উঠলে রেলের যতনা রোজগার হচ্ছে তার থেকে বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে অনেক বেশি লভ্যংশ ঘরে তুলছে রেল কর্তৃপক্ষ। টিকিট কেটে ট্রেনে চড়া দস্তুর হলেও অনেকেই তা মনে করেন না। বিনা টিকিটে রেলযাত্রীর (Ticketless traveler) সংখ্যা তাই সময় গেলেও কমে না। এদিকে বিনা টিকিটের যাত্রী যেমন আছে, তেমন রয়েছেন রেলের টিকিট চেকাররাও। আর বিনা টিকিটের যাত্রীদের জরিমানা(fine) বাবদ সাম্প্রতিক কালে রেলের আয় রীতিমতো চমকে দিয়েছে। তিন বছরে জরিমানা বাবদ রেলের কোষাগারে জমা পড়েছে ১৩০০ কোটি টাকা। আগের থেকে যে রেলে জরিমানা বাবদ আয়ের পরিমাণ বেড়েছে তা মন্ত্রকের তরফেই জানানো হয়েছে। বিনা টিকিটে যাতায়াত করলে যাত্রীদের কমপক্ষে ২৫০ টাকা থেকে জরিমানা শুরু হয়। দূরত্ব এবং শ্রেণির উপর নির্ভর করে কখনও এই অংকটা কয়েক হাজারও হয়ে দাঁড়ায়।