CPI(M) chief Sitaram Yechury. (Photo Credits. Twitter)

নতুন দিল্লি, ৩০ মে: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াল সিপিআই (এম)। আজ, মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ঠিক যেভাবে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রে গিয়ে শরদ পওয়ার, তেলঙ্গনায় কেসি আরের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায় করেন কেজরিওয়াল।

মমতা, শরদ পাওয়ারদের মত কেজরির পাশে দাঁড়ালেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা ইস্য়ুতে কেন্দ্রের অর্ডিন্যান্সকে অসাংবিধানিক বললেন ইয়েচুরি। আপ সরকারকে শুধু সিপিএমের সমর্থনই নয়, এমনকী কংগ্রেসও যাতে কেজরিওয়ালকে এই ইস্য়ুতে সমর্থন জানায় সেই অনুরোধও জানালেন ইয়েচুরি। কেন্দ্র অর্ডিন্যান্সকে রাজ্য়সভায় যাতে বিল হিসেবে পেশ করে পাশ করাতে না পারে সেই উদ্যোগে বিরোধী নেতাদের কাছে যাচ্ছেন কেজরি। কেরলে ক্ষমতায় থাকা সিপিএমের সমর্থন আদায় করে খুশি আপ প্রধান। আরও পড়ুন-মণীপুরে যাওয়ার অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি লিখছেন মমতা

দেখুন টুইট

কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে এই ইস্য়ুতে বৈঠক করতে সময় চেয়েছেন কেজরিওয়াল। দিল্লি ও পঞ্জাবের কংগ্রেস নেতারা আপ-কে সমর্থন না করতে হাইকম্যান্ডের কাছে অনুরোধ জানিয়েছে। কংগ্রেসের সমর্থন না পেলে দিল্লির প্রশাসনিক ইস্যুতে বিজেপির কাছে হার নিশ্চিত আপের।