এবার এক আজব কীর্তির সাক্ষী অন্ধ্রপ্রদেশ। দক্ষিণের এই রাজ্যে গরুর স্বয়ংবর অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হল চার পেয়ের জীবনসঙ্গী। শুনতে অবাক লাগলেও, এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। যেখানে স্বর্ণা নামের একটি গরুর স্বয়ংবরের আয়োজন করা হলে, সে শানমুখ কানহাইয়া নামে অন্য একজনকে বেছে নেয়। তিরুপতি থেকে পুরোহিত নিয়ে এসে স্বর্ণার স্বয়ংবর অনুষ্ঠানের আয়োজন করে, পরে তার সঙ্গে কানহাইয়ার বিয়ে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের এপিএসপি নামে একটি অনুষ্ঠান বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। যেখানে প্রায় ২০০ জন অতিথি বিয়ের আসরে হাজির হন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, প্রায় ৩ ঘণ্টা ধরে স্বর্ণা এবং কানহাইয়ার বিয়ের অনুষ্ঠান হয়। মন্ত্র পড়ে ঐতিহ্য মেনে পুরোহিত দুজনের বিয়ে দেন। এরপর রুপোর একটি লকেট পরিয়ে দেওয়া হয় স্বর্ণার গলায় (যা বিয়ের প্রতীক)। বিয়ের পর স্বর্ণা এবং কানহাইয়াকে আশীর্বাদ করেন সেখানে হাজির অতিথিরা। পাশাপশি বিয়ের পর দুজনের পূণ্য স্নানের ব্যবস্থাও করা হয় বলে খবর।