প্রতীকী ছবি (Photo Credits: IANS)

হায়দরাবাদ, ২২ জুন: কোভিড চিকিৎসায় রেমডেসিভিরের মতোই কাজ করে এমন ওষুধ কোভিফর (COVIFOR) তৈরির জন্য ডিসিজিআই (DCGI) ভারতীয় ফার্মা কোম্পানি হেটেরোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। শনিবার তাদের মধ্যে চুক্তি হয় ওষুধ তৈরি এবং বাজারজাত করার। হেটেরো গ্ৰুপের চেয়ারম্যান, ড.বি পার্থ সারাধী রেড্ডি জানান, করোনা মহামারী প্রতিরোধ করতে এই ওষুধটি অব্যর্থ হবে। এমনকি করোনা নির্মূল করতে সভব বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেছেন,"করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর যে হারে সংখ্যাটি বাড়ছে, তার নিরিখে 'কোভিফর' রেমডেসিভির ভাইরাস নির্মূল করতে পারবে। আমরা পুরো দেশে যত দ্রুত সম্ভব ওষুধটি উৎপাদন করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। করোনা রোগীদের এই ওষুধটি দেওয়া হবে, যার ফলে করোনা মুক্তির একটি বড় সাফল্য মরা দেখতে পাচ্ছি।" আরও পড়ুন, টানা ১৬ দিন ধরে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম; চিন্তায় মাথায় হাত শহরবাসীর

এই ওষুধটি ১০০ মিলিগ্রাম। এটি ইঞ্জেকশন আকারেই পাওয়া যাবে। করোনা রোগীর শরীরে এটি ইঞ্জেকশনের মতো প্রয়োগ করতে হবে। তবে শুধুমাত্র করোনা রোগীদেরকেই দেওয়া হবে। যাদের করোনা সন্দেহ করা হবে, করোনা রজার পরীক্ষার পরই এটি ব্যবহার করার পরামর্শ দেবে হাসপাতাল। তবেই ইঞ্জেকশন দেওয়া হবে। কিছুদিন আগে ভারতীয় গ্লেনমার্ক ফার্মা কোম্পানি 'ফ্যাবি ফ্লু' ট্যাবলেট তৈরির বরাত পায়। যার মূল্য ট্যাবলেট প্রতি ১০৩ টাকা। একপাতার ৩৪ টি ট্যাবলেটের দাম হবে ৩,৫০০ টাকা। করোনা চিকিৎসায় 'ফ্যাবি ফ্লু' উপৰি হবে বলে জানানো হয়েছে। এটি করোনা রোগ সারাতে সক্ষম বলেও জানানো হয়েছে। করোনার হাল্কা সংক্রমণ থাকাকালীন এটি রোগ সারাতে সক্ষম বলে জানা গেছে।