COVID-19 Vaccination: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪৫ ঊর্ধ্বদের করোনার প্রতিষেধকের যাত্রা, নাম নথিভুক্ত করুন কো-উইন অ্যাপে
প্রতীকী ছবি | (Photo Credits: AFP)

নতুন দিল্লি, ৩০ মার্চ: ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা প্রতিষেধক (COVID-19 Vaccination)। কো-উইন অ্যাপ থেকে রেজিস্টার করা যাবে নাম। যে সমস্ত ব্যক্তিরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা অবিলম্বে রেজিস্ট্রেশন করুন ও টিকা নিন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান, ৪৫ বছরের ঊর্ধ্বরা কো-উইং অ্যাপি থেকে নাম নথিভুক্ত করে দুপুর ৩টের পর নিকট ভ্যাক্সিনেশন কেন্দ্রে যেতে পারেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী প্রকাশ জাভেরকর আগেই জানিয়েছিলেন, বিজ্ঞানী ও বিশ্বের বিজ্ঞান সংস্থাগুলির পরামর্শ অনুসারে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চতুর্থ ও অষ্টম সপ্তাহের মধ্যে দেওয়া যেতে পারে, বিশেষত কোভিশিল্ডের জন্য। আমরা আবেদন করছি যে ৪৫ বছরের উপরে সবার যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া উচিত যা তাদের করোনার বিরুদ্ধে ঢাল সরবরাহ করবে। সেইমতো ১ এপ্রিল থেকে শুরু হবে আরেক যাত্রা।

আরও পড়ুন, বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হামলার অভিযোগ

১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ চলছে। ৬০ বছরের বেশি সকলকে এবং কোমর্বিডিটি থাকা ৪৫ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। এর মাঝেই আজ এই নির্দেশ দিল কেন্দ্র।