ময়না, ৩০ মার্চ : বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর আক্রমণের ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে। ময়নার বিজেপি (BJP) প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার উপর মঙ্গলবার কারা হামলা চালিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। অশোক দিন্দার (Ashok Dinda) উপর আক্রমণের জেরে, তাঁর গাড়ির কাঁচ ভেঙে চুরমার গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
West Bengal: Former cricketer and BJP candidate from Moyna, Ashok Dinda attacked by unidentified people in Moyna. Details awaited. pic.twitter.com/wxu6mT335v
— ANI (@ANI) March 30, 2021
নন্দীগ্রামে যখন অমিত শাহ (Amit Shah) জোর কদমে প্রচার শুরু করেছেন, সেই সময় হাই প্রোফাইল বিজেপি প্রার্থীর উপর কারা আক্রমণ চালিয়েছে, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : মদন মিত্রর সঙ্গে দোল নিয়ে বিতর্ক, 'সরি' বললেন শ্রাবন্তী
এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে নন্দীগ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। দ্বিতীয় দফার ভোটের পরই তিনি নন্দীগ্রাম ছাড়বেন বলে স্পষ্ট জানান মমতা।