
দিল্লি, ২০ মে: ফের থাবা বসাচ্ছে কোভিড (COVID 19)? করোনা (Coronavirus) কি তাহলে আবার ফিরে আসছে? এবার এমন আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে এশিয়ার (Asia) একাধিক দেশে। যার মধ্যে ভারতের (India) নামও রয়েছে। রিপোর্টে প্রকাশ, ভারত, হংকং (Hong Kong), সিঙ্গাপুরে (Singapore) কোভিড বাড়ছে। ভারতে আক্রান্তের সংখ্যা দেখা গেলেও, দেশের বড় অংশের জনমানসে এই রোগ থাবা বসাতে পারেনি। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেইমনে করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Covid 19 Cases: এশিয়ার বিভিন্ন দেশে কামড় বসাচ্ছে কোভিড ১৯, JN.1 ভ্যারিয়েন্ট কতটা ক্ষতিকর জানুন
ভারতে কোভিডের সংক্রমণ কতটা
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত ১২ মে থেকে এখনও পর্যন্ত গোটা দেশ জুড়ে ১৬৪ জনের শরীরে কোভিড সংক্রমিত হয়েছে। বর্তমানে গোটা দেশ জুড়ে ২৫৭ জন কোভিডে আক্রান্ত বলে জানা যাচ্ছে। যার মধ্যে কেরলে আক্রান্ত ৬৯ জন। মুম্বই ৪৪ জন আক্রান্ত এবং তামিলনাড়ুতে সংক্রমিতর সংখ্যা ৩৪। ফলে দেশ জুড়ে যে কজনের শরীরে কোভিডের সংক্রমণ মিলেছে, তা ন্যূনতম। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলেই জানানো হয় কেন্দ্রের তরফে।
সিঙ্গাপুরের কোভিড পরিস্থিতি
ভারতের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হংকং এবং সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর। সিঙ্গাপুরে বর্তমানে ১৪,২০০ জন কোভিড ১৯ এ আক্রান্ত বলে খবর। ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এই সংখ্যাটা হু হু করে বেড়েছে। ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সিঙ্গাপুরে ১১ হাজার মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হলে, সংক্রমিতর সংখ্যা চড়চড়িয়ে বেড়ে যায়।
হংকংয়ের পরিস্থিতি
গত ৬ থেকে ৯ মাসের মধ্যে হংকংয়ে কোভিড হঠাৎ করে বাড়তে শুরু করেছে। হংকংয়ে এই মুহূর্তে ঠিক কতজন আক্রান্ত, তার সঠিক খবর মেলেনি।
দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি
দক্ষিণ কোরিয়ায় যাতে কোভিড নতুন করে থাবা বসাতে না পারে, তার জন্য চলছে প্রচেষ্টা। দক্ষিণ কোরিয়ায় ৬৫-র উপর যাঁদের বয়স,তাঁদের যাতে আগেভাগে টিকা দেওয়া হয়, সে বিষয়ে বারংবার সরকারের তরফে আবেদন জানানো হচ্ছে।
চিনেও বাড়ছে কোভিড সংক্রমিতর সংখ্য। বেজিংয়ের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে এ বিষয়ে। দেখুন চিনের পরিস্থিতি বর্তমানে...
BREAKING:
China Hit by New COVID Surge Driven by Omicron XDV and NB.1.8.1 Variants Hospitals Overwhelmed, Beijing Warns of Delayed Response pic.twitter.com/rV94kHq3T3
— SARS‑CoV‑2 (COVID-19) (@COVID19_disease) May 20, 2025