নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: আগামীকাল শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি। টিকাকরণের (COVID-19 Vaccination) সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশের ৩ হাজারের বেশি কেন্দ্রে প্রথম দিন ৩ লাখ করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রত্যেকদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি কাল থেকে শুরু হবে ভারতে।
নতুন বছরের শুরুতেই জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। ইতিমধ্যেই দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে গেছে ভ্যাকসিন। মেন স্টোরেজ থেকে ভ্যাকসিন পাঠানো হয়েছে জেলায় জেলায়। আরও পড়ুন: Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,৫৯০, মৃত্যু ১৯১ জনের
টিকাকরণ সর্মসূচি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের ৩ হাজার ৬টি কেন্দ্রে প্রথম দিন ৩ লাখ করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে।
- টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি CoWIN অ্যাপেরও সূচনা করবেন একইদিনে।
- ১৮ বছরের বেশি করোনা যোদ্ধাকেই প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে।
- গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভ্যাকসিন দেওয়া হবে না।
- প্রথম পর্যায়ে ভ্যাকসিনে যা ডোজ দেওয়া হবে, দ্বিতীয়বারও একই ডোজ দেওয়া হবে।
- কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) ও অন্যান্য টিকার মাঝে ন্যূনতম ১৪ দিনের ব্যবধান রাখতে হবে।
- ১০৭৫ হটলাইন নম্বর চালু করা হয়েছে টিকাকরণ সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।