PM Narendra Modi. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৩ নভেম্বর: দেশে সফল করোনা টিকাকরণ কর্মসূচির লক্ষ্যে নয়া কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  (PM Narendra Modi) ঘোষণা করলেন, করোনা টিকাকরণের (Corona Vaccine) দুটো ডোজ যাতে দেশের সবাই নেয় তার জন্য আমাদের প্রতিটি ঘরে যেতে হবে। যেখানে আমাদের স্লোগান হবে, "হর ঘর টিকা, ঘর ঘর টিকা (প্রতি ঘরে টিকা, ঘরে ঘরে গিয়ে টিকা) (Har Ghar Teeka, Ghar Ghar Teeka)।

মোদী জানান, "দেশের প্রত্যেকটি মানুষের দরজা টোকা মেরে জিজ্ঞাসা করা হবে, তারা করোনা টিকার দুটো ডোজ নিয়েছেন কি না। এখনও পর্যন্ত আমরা টিকাকরণ কেন্দ্রে মানুষদের সুরক্ষিতভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এবার আমাদের মানুষের দরজায় যেতে হবে।"আরও পড়ুন: আজই আন্তর্জাতিক ক্ষেত্রে কোভ্যাক্সিনকে ছাড়পত্র WHO-র

দেখুন টুইট

করোনাভাইরাস এক অনিশ্চিত এক মারণ রোগ, ফের প্রমাণিত হল। যখন ভাবছি, এবার বোধহয় মহামারী থেকে রেহাই মিলতে চলেছে, তখনই আশায় জল ঢেলে ফের তরতরিয়ে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ( Coronavirus Cases In India) হলেন ১১ হাজার ৯০৩ জন। একই সঙ্গে গতকাল করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৪ হাজার ১৫৯ জন। তবে আশা জাগিয়ে নিত্য কমছে কোভিড রোগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২০৯ টি। পরিসংখ্যান বলছে, ২৫২দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস। এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন।

আজই কোভিড ভ্যাকসিন হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেতে চলেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।ভারতে তৈরি এই প্রতিষেধকটির সম্পূর্ণ মূল্যায়নের পরেই এই শংসাপত্র দিচ্ছে WHO।