COVID-19 Treatment: করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার জন্য অ্যান্টিসেরা তৈরি করল আইসিএমআর ও বায়োলজিকাল ই লিমিটেড
ভ্যাকসিন (Photo credits: Flickr)

নতুন দিল্লি, ১ অক্টোবর: বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) জানিয়েছে যে করোনাভাইরাস (COVID-19) প্রতিরোধ ও চিকিৎসার জন্য এটি অত্যন্ত পরিশোধিত অ্যান্টিসেরা (Antisera) তৈরি করেছে তারা। অত্যন্ত পরিশোধিত অ্যান্টিসেরা তৈরি করেছে আইসিএমআর এবং হায়দরাবাদ-ভিত্তিক বায়োলজিকাল ই লিমিটেড (Biological E)।

আইসিএমআর এক বিবৃতিতে বলেছে, “আইসিএমআর এবং বায়োলজিকাল ই লিমিটেড, হায়দরাবাদ কোভিড -১৯ এর প্রফিল্যাক্সিস এবং চিকিৎসার জন্য অত্যন্ত পরিশ্রুত অ্যান্টিসেরা তৈরি করেছে।” আরও পড়ুন: Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৮৬ হাজার ৮২১ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬৩ লাখ

আইসিএমআর আরও যোগ করেছে যে, রবিস, হেপাটাইটিস বি, ভ্যাকসিনিয়া ভাইরাস, টিটেনাস, বোটুলিজম এবং ডিপথেরিয়ার মতো অনেক ভাইরাল এবং ব্যাকটিরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য চিকিতৎসা বিজ্ঞানে এর আগে অ্যান্টিসেরা ব্যবহার করা হয়েছিল।