নতুন দিল্লি, ১ অক্টোবর: ৮৬ হাজার ৮২১ জন নতুন আক্রান্তকে নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৬৩ লাখের কোটা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গতকাল সারাদিনে মারণ রোগের বলি ১ হাজার ১৮১ জন। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ৫৮৫ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৯ লাখ ৪০ হাজার ৭০৫। করোনাকে হারিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০২ জন। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৯৮ হাজার ৬৭৮ জন। করোনা বিধ্বস্ততায় ধারাবাহিকভাবে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসার জন্য ৭২ হাজার রেমডিসেভির ইঞ্জেকশনের বরাত দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। আরও পড়ুন-Balrampur Gangrape: হাথরাসের রক্তাক্ত শকের মধ্যেই ফের যোগীর রাজ্যে গণধর্ষণে মৃত্যু দলিত কন্যার
ভারতে করোনার বলি ৮ হাজার ৬৭৮
India's #COVID19 tally crosses 63-lakh mark with a spike of 86,821 new cases & 1,181 deaths reported in last 24 hours.
Total case tally stands at 63,12,585 including 9,40,705 active cases, 52,73,202 cured/discharged/migrated & 98,678 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/uIBUSidrCu
— ANI (@ANI) October 1, 2020
মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে অনেকদিন হল। শুধু মুম্বইতেই বুধবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ৬৫৪ জন। বুধবার আনলক ৫.০-র গাইড লাইন ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। ৩১ অক্টোবর পর্যন্ত কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরভাবে বলবৎ থাকবে। তবে ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমাহল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল। কেবলমাত্র অনুশীলনের জন্যই সুইমিং পুল খোলা যাবে। সিনেমা / থিয়েটার / মাল্টিপ্লেক্সগুলিকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি দেওয়া হবে। যার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক আলাদা এসওপি জারি করবে। ১৫ অক্টোবরের পর স্কুল ও কোচিং প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্যগুলিকে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কেন্দ্রীয় সরকারের সম্মতি প্রয়োজন। সামাজিক / অ্যাকাডেমিক / খেলাধুলো / বিনোদন / সাংস্কৃতিক / ধর্মীয় / রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং অন্য জমায়েত করা যাবে।