COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১২ হাজার ৮৮১, ভারতে করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ছুঁই ছুঁই
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ১৮ জুন: বৃহস্পতিবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases) ৩ লক্ষ ৭০ হাজার ছুঁই ছুঁই। যেখানে দেশে মারণ রোগের বলি হয়েছেন ১২ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮১, যা সমস্ত পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জন। আইসিএমআর জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ৬২ লক্ষ ৪৯ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ১ লক্ষ ৬৫ হাজার ৪১২ জনের কোভিড টেস্ট হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ৬০ হাজার ৩৮৪ জন।

অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, দেশে করোনা আক্রান্তের সুস্থতার হার ৫২.৯৫ শতাংশ। ভারতের করোনাত্রস্ত রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট কোভিড রোগী ১ লক্ষ ১৬ হাজার ৭৫২ জন। যেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ৬৫১। গতকাল সারাদিনে সেখানে মৃত্যু হয়েছে ১১৪ জনের। ফের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেল। বুধবার সারাদিনে মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। দেশে কোভিড-১৯ টেস্টিং ল্যাবের সংখ্যা বেড়ে হল ৯২৪। এর মধ্যে সরকারি ল্যাব ৬৭৪টি আর বেসরকারি ল্যাব ২৫০টি। আরও পড়ুন-Manish Sisodia: সত্যেন্দ্র জৈন করোনা আক্রান্ত, দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে এখন মণীশ সিসোদিয়া

জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৮.৩ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। সেখানে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৮ হাজার। বৃহস্পতিবার সকালের রিপোর্ট বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্ত ৮৩ লক্ষ ২৯ হাজার ২২১ জন। যেখানে মোট মৃত ৪ লক্ষ ৪৮ হাজার ৪৭৪ জন।