(Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩০ অগস্ট: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার সংখ্যা ৬৪,৯৩৫। যার ফলে সুস্থতার হার (Recovery Rate) বেড়ে হল ৭৬.৬১ শতাংশ। দেশে দ্রুত হারে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, 'আজ ভারতে করোনা থেকে সুস্থতার সংখ্যা ছাড়ালো ২৭ লাখ। মোট সুস্থতার সংখ্যা ২৭,১৩,৯৩৩। দেশ জুড়ে সঠিক সময়ে এবং প্রচুর সংখ্যক টেস্ট করা হচ্ছে। সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলির ওপর নজরদারি করা হচ্ছে। যার ফলে সুস্থতার সংখ্যা বাড়ানো গেছে।'

শেষ বুলেটিন অনুযায়ী, দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৭৬১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৪। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৭ লাখ ৬৫ হাজার ৩০২ জনের। সুস্থ হয়েছেন ২৭ লাখ ১৩ হাজার ৯৩৪ জন। দেশ মোট মৃত্যু হয়ছে ৬৩ হাজার ৪৯৮ জনের। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই পরিসংখ্যান দিয়েছে। আরও পড়ুন, ভারতে করোনার টিকা সফলভাবে চলে এলে সবার আগে দেওয়া হবে বাংলাদেশকে, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি

অন্যদিকে আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ৪ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৬৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল ১০ লাখ ৫৫ হাজার ২৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, সার্বিকভাবে গ্লোবাল করোনাভাইরাস মামলার সংখ্যা ২৪.৯ মিলিয়ন হয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ লাখের কাছে। রবিবার সকাল অবধি মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৯৯১,২৯৪ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪০ হাজার ৮৯২।