দিল্লি, ৬ মে: করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বেসামাল প্রায় গোটা দেশ। যত দিন যাচ্ছে, তত প্রকট হচ্ছে করোনার থাবা। করোনার করাল গ্রাসের জেরে এবার ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Railways)।
জাা যাচ্ছে, এবার রাজধানী, শতাব্দী, দূরন্তর মতো একের পর এক এক্সপ্রেস বাতিল করা হয়েছে ভারতীয় রেলের তরফে। আগামী ৯মে থেকে রাজধানী, দূরত্ব, শতাব্দীর মতো দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়, ততদিন পর্যন্ত চলবে না দূরপাল্লার এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি।
আরও পড়ুন: Mamata Banerjee: 'দিল্লি থেকে নেতারা আসছেন আর কোভিড ছড়াচ্ছেন', অভিযোগ মুখ্যমন্ত্রীর
এদিকে ভারতীয় রেল যখন দূরপাল্লার ট্রেন (Train) বাতিল করছে, সেই সময় পশ্চিমবঙ্গে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করা হয় বৃহস্পতিবার থেকে। করোনা সংক্রমণের মাত্রা কমাতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা (COVID 19) সংক্রমণের জেরে যেখন লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে, সেই সময় কমানো হয়েছে মেট্রোর সংখ্যাও। যা নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।