মুম্বই, ৮ এপ্রিল: যমজ সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু কোভিড আক্রান্ত গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। সেখানকার পিম্পি চিঞ্চওয়াড়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বছর ৩৫-এর ওই গৃহবধূ। জানা গিয়েছে, প্রসবের পরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন লেভল নেমে ৬৩-তে চলে আসে। সেই সময় রোগীণীকে আইসিইউ সাপোর্টে রাখা জরুরি ছিল। তবে তা সম্ভব হয়নি কারণ হাসপাতালের আইসিইউ ইউনিটের একটি বেডও খালি ছিল না। জানা গেছে, সোমবার ওয়াইসিএম হাসপাতালে গৃহবধূর অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তাঁর অক্সিজেন লেভল পড়তে থাকে। এই সময় রোগিণীর সুস্থতার জন্য আইসিইউ সাপোর্ট মেলেনি। পরিজনরা অন্য হাসপাতালেও আইসিইউ-তে বেডের বন্দোবস্ত করতে পারেননি। তাতেই ঘটে বিপত্তি। আরও পড়ুন-WB Assembly Elections: ‘রাজনীতিতে সবই সম্ভব’, তৃণমূলের সঙ্গে ভোট পরবর্তী জোট প্রশ্নে কী বললেন অধীর?
যত সময় গিয়েছে ততই গৃহবধূর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। শেষপর্য়ন্ত তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও কাজের কাজ কিছু হয়নি। মঙ্গলবার সকালে চিকিৎসকদরে যাবতীয় প্রচেষ্টাকে তুচ্ছ করে মারা যান ওই গৃহবধূ। গত ২৮ মার্চে করোনা আক্রান্ত গৃহবধূকে প্রথম ওই হাসপাতালে ভর্তি করা হয়। ১ তারিখে হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর গলাব্যথা, কাশি, জ্বর ও মাথাব্যথা নিয়ে ফের ৪ এপ্রিল তাঁকে ওই একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে গৃহবধূর অক্সিজেন ৬৩-তে নেমে আসে। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু সোমবার মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ওই গৃহবধূ।