Modi Holds High Level Meeting On COVID (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ মার্চ:  দেশ জুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস( Coronavirus)। গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১ হাজার জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে তথ্য সামনে এসেছে, সেখানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৩৪। ফলে পজিটিভিটি রেট ১.০৯ শতাংশে পৌঁছে গিয়েছে। করোনা ফের নতুন করে দাপট দেখাতে শুরু করায়, বুধবার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডেটা সামনে আসর পর থেকেই বাড়তে শুরু করে চিন্তা। এরপরই উচ্চ পর্যায়ের বৈঠকে বসার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: COVID 19: ফের চোখ রাঙাচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস নিয়ে য উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন, সেখনে কারা হাজির হচ্ছেন,সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।