দিল্লি, ২৩ মার্চ: ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা (Corona)। গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১ হাজার জনের করোনায় (COVID 19) আক্রান্ত হওয়ার খবর মিলছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে তথ্য সামনে এসেছে, সেখানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৩৪। ফলে প্রতিদিনের পজিটিভিটি রেট ১.০৯। মঙ্গলবার দিল্লিতে করোনায় আক্রান্ত হন ৮৩ জন। সোমবার সংক্রমিতর সংখ্যা ছিল ৩৪। ফলে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায়, দিল্লিতে (Delhi) এবারও আক্রান্তের সংখ্যা বেশিই চোখে পড়ছে।
সোমবার সংক্রমিতর সংখ্যা কম থাকলেও, গত রবিবার রাজধানী শহরে ৭২ জন করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। সবকিছু মিলিয়ে তেইশের মার্চে করোনা যখন নতুন করে দাপট দেখাচ্ছে, সেই সময় দিল্লিতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডেটায় প্রকাশ। ফলে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়ছে কেন্দ্রীয় সরকারের তরফে।