নতুন দিল্লি, ২৫ অক্টোবর: রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৩০৬ জন। যদিও করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১৮ হাজার ৭৬২ জন। তবে ফের বেড়েছে মৃত্যুমিছিল, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৪৩ জন।
তবে আশার খবর এই যে এখনও ২ লাখের নিচেই রয়েছে আ্যাক্টিভ রোগীর সংখ্যা। দেশে এই মুহূর্তে সংক্রামিত ১ লাখ ৬৭ হাজার ৬৯৫ জন। আরও পড়ুন: Jammu & Kashmir: তুষারাবৃত রাজৌরির মুঘল রোডে চলছে বরফ কাটার কাজ (দেখুন ছবি)
করোনার দৈনিক পরিসংখ্যান:
COVID-19 | India reports 14,306 new cases, 443 deaths and 18,762 recoveries in the last 24 hours; Active caseload stands at 1,67,695 pic.twitter.com/MpHcN5ZLZf
— ANI (@ANI) October 25, 2021
দেশে টিকাকরণের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে বেশ কয়েকদিন হল।এই উপলক্ষে মোদি সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে দুর্গাপুজোর পরে রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে।প্রতিদিন শহর কলকাতায় আক্রান্ত হাজার ছাড়াচ্ছে।