নতুন দিল্লি, ৮ এপ্রিল: ভারতে করোনা সংক্রমণ ক্রমশ উদ্বেগের জায়গায় যাচ্ছে। টানা দুটো দিন দেশে করোনার দৈনিক সংক্রমণ ৬ হাজারের উপরে থাকল। ভারতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের ওপরে উঠে গেল। কোভিডে দৈনিক সংক্রমণের হার ৬৫.৬৩ শতাংশে উঠল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ ১৪৫ জন কমল। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়ল তিন হাজারের মত। আরও পড়ুন-ভয় ধরিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ল মাঙ্কি পক্স, স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক
দেখুন টুইট
Covid-19 | India records 6,155 new cases in 24 hours; Active case tally stands at 31,194
Daily positivity rate 5.63%
(Representative Image) pic.twitter.com/wAeSPRFdE1
— ANI (@ANI) April 8, 2023
এদিকে, কেন্দ্রশাসিত পুদুচেরির প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করল, দেশজুড়ে করোনা ভাইরাসের দাপট বাড়ায় সেখানে প্রকাশ্য স্থান, জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। পুদুচেরিতে করোনা বাড়ছে। প্রতিবেশী তামিলনাড়ুতে সংক্রমণের হার তুঙ্গে উঠেছে। এর আগে হরিয়ানা ভিড়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।