উত্তেজনা ছড়িয়েছে

বেঙ্গালুরু, ৩ মে: অক্সিজেনের (Oxygen) অভাবে মৃত্যু হল ২৪ জনের। যার মধ্যে ১৯ জন করোনা রোগী রয়েছেন। যা নিয়ে কর্ণাটক (Karnataka) জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। যদিও হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অডিট রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।  কী কারণে কর্ণাটকের চামারাজানগরের ওই হাসপাতালে ২৪ জন রোগীর মৃত্যু হল, সে বিষয়ে খতিয়ে দেখা হবে।

পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান, তিনি চামারাজানগরের জেলাশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। কী কারণে ২৪ জন রোগীর মৃত্যু হল, গোটা বিষয়টির তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডেকেছেন বলে খবর।

আরও পড়ুন: Covid-19: গোটা দেশ জুড়ে ফের লকডাউনে পথে কেন্দ্র?

এদিকে দিনের পর দিন ধরে কর্ণাটকে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমিতের মাত্রা ইতিমধ্যেই কর্ণাটকে ১৬ লক্ষে পৌঁছেছে। রবিবার এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই ইয়েদুরাপ্পা প্রশাসনের কপালের ভাঁজ পড়তে শুরু করেছে।