মুজফফরনগর, ২২ অক্টোবর: উলটপূরাণ। এতদিন শুনেছেন বিবাহবিচ্ছেদের মামলায় স্বামীকে খোরপোষ দিতে হয় স্ত্রীকে। এবার হল উলটো। উত্তরপ্রদেশের (UP) মুজফফরনগরের (Muzaffarnagar) একটি পারিবারিক আদালত এক মহিলাকে ১ হাজার টাকা করে তাঁর স্বামীকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই মহিলা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মারী। তিনি পেনশন পান। সেখান থেকেই স্বামীকে রক্ষণাবেক্ষণ ভাতা দিতে হবে বলে বলে পারিবারিক আদালত নির্দেশ দিয়েছে।
ওই মহিলা এবং স্বামী বহু বছর ধরে আলাদা থাকেন। ২০১৩ সালে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-র আওতায় ওই ব্যক্তি তাঁর স্ত্রীর কাছ থেকে মাসিক ভরণপোষণ দাবি করে আদালতে আবেদন করেন।আরও পড়ুন: JEE Main Exam: আরও আঞ্চলিক ভাষায় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা নেওয়া হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের
বুধবার পারিবারিক আদালতের বিচারক অভিযোগকারীর আবেদনের অনুমতি দিয়েছিলেন এবং মহিলাকে ১ হাজার টাকা করে দিতে বলেছেন। আদালতের যুক্তি, মহিলা কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি প্রতিমাসে ১২ হাজার টাকা করে পেনশন পান।