Representational Image (Photo Credits: File Image)

ম্যাঙ্গালুরু, ১৮ অগাস্ট: ক দিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না। জ্বর, কাশি সহ করোনা সংক্রমণের বেশ কতগুলি উপসর্গও ছিল। এটা দেখে কর্নাটকের এক দম্পতি ভেবেছিলেন তারা করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত হয়েছেন। সেই আতঙ্কে কর্নাটকের ম্যাঙ্গালুরুর এক দম্পতি আত্মহত্যা করলেন। গতকাল, মঙ্গলবার চিত্রপুরের এক আবাসন থেকে ওই দম্পতির দেহ উদ্ধার হয়। কিন্তু দেহ ময়নাতদন্তের পর দেখা যায় ওই দম্পতির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও পড়ুন: যোগীর রাজ্যে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট

আত্মহত্যা করার আগে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে পাঠানো ভয়েস নোটে তারা বলেন, শরীরে করোনা সংক্রমণের বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার কারণে তারা তাদের জীবন শেষ করে দিতে চলেছেন। সুইসাইড নোটে মহিলা জানান, একে তার মানসিক অবসাদ তুঙ্গে, মাত্রাতিরিক্ত ডায়বেটিক, তার ওপর আবার করোনা আক্রান্ত। তাই এ জীবন রাখার মানে হয় না।

সুইসাইড নোটে তারা তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি গরীব মানুষদের মধ্যে বিলি করে দিয়েছেন। ভয়েস মেসেজ পেয়েই পুলিশ দ্রুত সেই দম্পতির আবাসনে পৌঁছে যায়। কিন্তু তার মধ্যেই আত্মহত্যা করে ফেলেন।