নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়ে গেল। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ১৮ হাজার ৫৭১ জন। গতকাল সারাদিনে করোনার বলি ১ হাজার ১৪১ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৯ লাখ ৭০ হাজার ১১৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ৫৬ হাজার ১৬৫ জন। দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ৯২ হাজার ২৯০ জন। গতকাল সারাদিনে করোনার নমুনা টেস্টে রেকর্ড গড়েছে ভারত। ১৩.৮০ লাখ নুমনা টেস্ট হয়েছে গতকাল বৃহস্পতিবার। আরও পড়ুন-Indo-China Standoff: পূর্ব লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের আগে প্যাংগং লেকের দক্ষিণ তীর খালি হোক, ভারতের কাছে চিনের আবদার
ভারতে কোভিড রোগীর সংখ্যা ছাড়ালো ৫৮ লাখ
India's #COVID19 case tally crosses 58-lakh mark with a spike of 86,052 new cases & 1,141 deaths in last 24 hours.
The total case tally stands at 58,18,571 including 9,70,116 active cases, 47,56,165 cured/discharged/migrated & 92,290 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/MQbENGXCxF
— ANI (@ANI) September 25, 2020
বিরাট সংখ্যক করোনা আক্রান্ত ও দীর্ঘ মৃত্যু মিছিল নিয়ে দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজধানী দিল্লিতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। কেননা দিল্লি শহরে শুরু হয়েছে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ। সম্ভবত করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রাজধানী।