নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলে ৭০ হাজার ৫৮৯ জন। তার সঙ্গে সহ্গেই মোট করোনা আক্রান্ত ছাড়িয়ে গেল ৬১.৪৫ লাখের কোটা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৪৫ হাজার ২৯২। এর মধ্যে ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬টি অ্যাকটিভ কেস। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন। মৃত্যু মিছিলে শামিল ৯৬ হাজার ৩১৮ জন। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর দেশে ১১ লক্ষ ৪২ হাজার ৮১১টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৭ কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১টি নমুনার করোনা টেস্ট হয়েছে।
করোনাভাইরাসে ধারাবাহিকভাবে বিধ্বস্ত রাজ্যের এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখেরও বেশি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সুস্থতার হারও ১০০ শতাংশ বেড়েছে। তবে এত বিপর্যয়ের মধ্যে ক্ষীণ আশার আলো বিদ্যমান। মোট সংক্রামিতর মধ্যে ৮২ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সরকার খুব শিগগির আনলক ৫ ঘোষণা করবে। এফলে দেশের অর্থনীতি ধীরে ধীরে স্রোতের অনুকূলে ফিরবে বলে আশা করা হচ্ছে। কেননা করোনাভাইরাস লকডাউনের জেরে ভারতীয় অর্থনীতি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। আরও পড়ুন-Hathras Gangrape: উত্তরপ্রদেশের গণধর্ষিতা তরুণীর মৃত্যু দিল্লির এইমসে
ভারতে ১ দিনে করোনা সংক্রামিত ৭০ হাজার ৫৮৯
India's #COVID19 tally crosses 61-lakh mark with a spike of 70,589 new cases and 776 deaths reported in the last 24 hours.
Case tally stands at 61,45,292 including 9,47,576 active cases, 51,01,398 cured/discharged/migrated & 96,318 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/xc5Jw9Lqav
— ANI (@ANI) September 29, 2020
বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩৩.২ মিলিয়ন ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির মঙ্গলবার সকাল পর্যন্ত রিপোর্ট বলছে, বিশ্বে মোট ৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৭২০ জন করোনা আক্রান্ত। মৃত্যু মিছিলে শামিল ১০ লাখ ৮২৫ জন।