নতুন দিল্লি, ২ নভেম্বর: ৪৫ হাজার ২৩০ জন নতুন আক্রান্তকে নিয়ে এই মুহূর্তে দেশের মোট করোনা সংক্রামিতের সংখ্যা (Coronavirus Cases In India) পৌঁছালো ৮২.২৯ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৯৬ জন। সবমিলিয়ে দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২২ হাজার ৬০৭ জন। অ্যাকটিভ কেস ৫ লাখ ৬১ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫০টি অ্যাকটিভ কেস কমেছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৫৩ হাজার ২৮৫। আজ থেকে করোনা টেস্টের সংখ্যা অনেকখানি বাড়ানো হয়েছে। আরও পড়ুন-Baba Ka Dhaba: এবার ইউটিউবার গৌরব ওয়াসানের বিরুদ্ধে থানায় গেলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ, কিন্তু কেন?
With 45,230 new #COVID19 infections, India's total cases surge to 82,29,313. With 496 new deaths, toll mounts to 1,22,607.
Total active cases are 5,61,908 after a decrease of 8,550 in last 24 hrs.
Total cured cases are 75,44,798 with 53,285 new discharges in the last 24 hrs. pic.twitter.com/RKeFutOhuS
— ANI (@ANI) November 2, 2020
আজ থেকে বৃহন্মুম্বই পুরসভা শহরের ২৪৪টি জায়গায় কোভিড টেস্ট শুরু করতে চলেছে। সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত বিএমসি-র নির্ধারিত জায়গাগুলিতে করোনা টেস্ট করা হবে। যিনি আগে আসবেন তিনিই এখানে আগে টেস্ট করানোর সুযোগ পাবেন। বিশ্বে করোনায় আক্রান্ত ৪.৬৪ কোটি মানুষ। ইতিমধ্যেই মারণ রোগের বলি ১১ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে ৩.১০ কোটি মানুষ ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের শুরুতেই হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সে নতুন করে হেলথ ইমার্জেন্সি চালু হয়েছে। কড়া লকডাউনও বলবৎ হয়েছে।