নতুন দিল্লি, ২৫ নভেম্বর: ৪৪ হাজার ৩৭৬ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯৯.২২ লাখ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৮১ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন। মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৪৪ হাজার ৭৪৬। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ৪২ হাজার ৭৭১ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ৮১৬ জন। করোনা সংক্রমণ পরিস্থিতির উপরে কড়া নজর রাখতে দিল্লি, রাজস্থান, গোয়া ও গুজরাট থেকে আসা পর্যটকদের আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক করল মুম্বই।
প্রতিদিন করোনার মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে দিল্লিতে। গতকাল সারাদিনে রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২২৪ জন। মৃতের সংখ্যা ১০৯ জন। এই নিয়ে ৯ দিন হল দেশের মধ্যে দৈনিক কোভিড সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি। এবং চার দিনের দিন রাজধানীতে করোনার মৃত্যু মিছিল পুরোনো রেকর্ডকে ভেঙে দিল। করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেবৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজধানীতে করোনা সংক্রমণের থার্ড ওয়েভের নেপথ্যে রয়েছে অনেকগুলি কারণ। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দূষণ। আরও পড়ুন-Amitabh Bachchan: স্ত্রী জয়া ও মেয়ে শ্বেতাকে নিয়ে শুটিং ফ্লোরে অমিতাভ বচ্চন, দেখুন ছবি
With 44,376 new #COVID19 infections, India's total cases rise to 92,22,217
With 481 new deaths, toll mounts to 1,34,699 . Total active cases at 4,44,746
Total discharged cases at 86,42,771 with 37,816 new discharges in last 24 hrs pic.twitter.com/NETxXBlNeN
— ANI (@ANI) November 25, 2020
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করে বলেছেন, করোনার প্রতিষেধকে কিছু মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে পারে। যেমন বিভিন্ন ওষুধের প্রয়োগেও হয়। এবং সেজন্য প্রতিষেধক চালুর আগে বিজ্ঞানের উপরেই ভরসা রাখছে দেশের সরকার। বিশ্বের প্রথম সারির দেশ যখন কোনও প্রতিষেধককে চূড়ান্ত মান্যতা দেবে তখনই তানিয়ে অগ্রসর হবে কেন্দ্র।