স্ত্রী জয়া কন্যা শ্বেতাকে নিয়ে শুটিং ফ্লোরে অমিতাভ (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৫ নভেম্বর: টুইটারে নিজের আসন্ন প্রজেক্টের এক ঝলক শেয়ার করলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সেখানে স্ত্রী জয়া বচ্চন ও মেয়ে শ্বেতাকেও দেখা গেল তাঁর সঙ্গে। এই প্রবীণ অভিনেতা ইনস্টাগ্রামে দারুণ সক্রিয়। সেখানেই শুটিং সেটের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। ঘিয়ে রঙের কুর্তা, সাদা টুপি ও মুক্ত মালায় একেবারে মহামহিম লুকে দৃশ্যমান ‘কুলি’-র অভিনেতা অমিতাভ। স্ত্রী জয়া বচ্চনের অঙ্গে টিয়ারঙা শাড়ি। বচ্চনের মেয়ে ক্রিমরঙা ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ। এই ছবির ক্যাপশনে ৭৮ বছরের অভিনেতা লিকেছেন “ফ্যামিলি অ্যাট ওয়ার্ক”। আরও পড়ুন-Sanitary Products Free: বিশ্বে এই প্রথম, স্কটল্যান্ডের মহিলারা বিনামূল্যে পাবেন স্যানিটারি প্রোডাক্ট

তবে কী কারণে এই পোস্ট। কী এমন কাজ মেয়ে শ্বেতাকে নিয়ে সস্ত্রীক করছেন তা নিয়ে ইনস্টা পোস্টে এর বেশি কোনও আভাস দেননি বিগ-বি।