নতুন দিল্লি, ২৫ নভেম্বর: টুইটারে নিজের আসন্ন প্রজেক্টের এক ঝলক শেয়ার করলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সেখানে স্ত্রী জয়া বচ্চন ও মেয়ে শ্বেতাকেও দেখা গেল তাঁর সঙ্গে। এই প্রবীণ অভিনেতা ইনস্টাগ্রামে দারুণ সক্রিয়। সেখানেই শুটিং সেটের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। ঘিয়ে রঙের কুর্তা, সাদা টুপি ও মুক্ত মালায় একেবারে মহামহিম লুকে দৃশ্যমান ‘কুলি’-র অভিনেতা অমিতাভ। স্ত্রী জয়া বচ্চনের অঙ্গে টিয়ারঙা শাড়ি। বচ্চনের মেয়ে ক্রিমরঙা ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ। এই ছবির ক্যাপশনে ৭৮ বছরের অভিনেতা লিকেছেন “ফ্যামিলি অ্যাট ওয়ার্ক”। আরও পড়ুন-Sanitary Products Free: বিশ্বে এই প্রথম, স্কটল্যান্ডের মহিলারা বিনামূল্যে পাবেন স্যানিটারি প্রোডাক্ট
T 3732 - .... family at work .. pic.twitter.com/cAEOVH4umG
— Amitabh Bachchan (@SrBachchan) November 24, 2020
তবে কী কারণে এই পোস্ট। কী এমন কাজ মেয়ে শ্বেতাকে নিয়ে সস্ত্রীক করছেন তা নিয়ে ইনস্টা পোস্টে এর বেশি কোনও আভাস দেননি বিগ-বি।