নতুন দিল্লি, ১১ নভেম্বর: ৪৪ হাজার ২৮১ জন নতুন করোনা রোগীকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India) এখন ৮৬ লাখ ৩৬ হাজার ১২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৫১২ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৭ হাজার ৫৭১ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৪ লাখ ৯৪ হাজার ৬৫৭। গত ২৪ ঘণ্টায় কমেছে ৬ হাজার ৫৫৭টি অ্যাকটিভ কেস। গতকাল সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩২৬ জন। এখনও পর্যন্ত ভারতে ৮০ লাখ ১৩ হাজার ৭৮৪ জন কোরনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: একই রকম রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আজ হতে পারে ট্রাকিওস্টমি
এএনআই টুইট
With 44,281 new #COVID19 infections, India's total cases surge to 86,36,012. With 512 new deaths, toll mounts to 1,27,571
Total active cases are 4,94,657 after a decrease of 6,557 in the last 24 hrs.
Total cured cases are 80,13,784 with 50,326 new discharges in the last 24 hrs. pic.twitter.com/9CT7MxxcdP
— ANI (@ANI) November 11, 2020
করোনা আবহে অক্সিজেনের ঘাটতি বিরাট বড় মাপের দুর্বিপাক। তাই দীপাবলি উপলক্ষে দেশের বেশিরভাগ রাজ্যেই বাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে। বিশ্বজুড়ে একেবারে তুফানের গতিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মার্কিন মুলুকেই গতকাল সারাদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৯৬১ জন। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে বেশ কয়েকটি মহাদেশে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ১ কোটি ২৩ লাখ ৮ হাজার ২৪৩ জন। যত তাড়াতাড়ি ওষুধ সংস্থাগুলি করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা মূলক প্রয়োগের রিপোর্ট প্রকাশ করবে। তত তাড়াতাড়ি দেশে শুরু হবে ভ্যাকসিন প্রয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব এমন কথাই জানিয়েছেন। যদি প্রতিষেধক মানব শরীরে পরীক্ষার সমস্ত নিয়ম ঠিকঠাক উত্তীর্ণ হতে পারে তবে আগামী ডিসেম্বরেই আমেরিকানরা করোনার প্রতিষেধক পাবেন।