নতুন দিল্লি, ২০ মে: করোনা ভাইরাসের (Corona Virus) দাপট এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কয়েক সপ্তাহ আগেও দেশে দৈনিক কোভিড সংক্রমণ ১৫ হাজারের কাছে চলে গিয়েছিল। তবে যেমনভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল করোনা, তেমন উল্টো গতিতে কমছে।
যদিও গতকালের থেকে দৈনিক সংক্রমণ কিছুটা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশী। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১৯৩ জন। আরও পড়ুন-সিকিমে প্রাকৃতিক বিপর্যয়, চুংথাং-এ আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী (দেখুন ছবি)
দেখুন টুইট
Country registers 782 new cases of #COVID19 in last 24 hours. Union Health Ministry says, 1,193 people recovered. There are 8675 active COVID-19 cases in the country and the recovery rate currently stands at 98.79 per cent. It says, over 220 crore 66 lakh vaccine doses…
— All India Radio News (@airnewsalerts) May 20, 2023
দেশে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৮৬৭৫ জন। করোনায় সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। দেশে ২২০ কোটি ৬৬ লক্ষাধিক করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।