দিল্লি, ৮ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচনেের পাশাপাশি কর্তব্য পথেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানী শহরের বুকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির উদ্বোধন করে দেশ আজ থেকে নতুন শক্তি এবং অনুপ্রেরণা পেল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিল্লির বুকে নতুন করে নেতাজি মূর্তির স্থাপন দেশকে নতুনভাবে শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Country gets new energy, inspiration today: PM Narendra Modi after unveiling Netaji statue and inaugurating Kartavya Path
— Press Trust of India (@PTI_News) September 8, 2022
সুভাষ চন্দ্র বসুর মূর্তির উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, নেতাজির দেখানো পথ অনুসরণ করে যদি চলত ভারত, তাহলে দেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে যেত। কিন্তু সুভাষ চন্দ্র বসুর দেখানো পথ অনুসরণ করতে মানুষ ভুলে গিয়েছে। যা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
If India had followed path shown by Subhas Chandra Bose, then country would have reached a new high; sadly he was forgotten: PM Narendra Modi
— Press Trust of India (@PTI_News) September 8, 2022
সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন যে শ্রমিকরা, তাঁরা ২৬ জানুয়ারিতে প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি। নেজাতি মূর্তির উন্মোচনের পর আজ এমনও জানান প্রধানমন্ত্রী।