নতুন দিল্লি, ৭ মে: করোনা (Corona Virus) সংক্রমণ নিয়ে ফের কিছুটা চিন্তা শুরু হয়েছে দেশজুড়ে। মে-র শুরু থেকেই দেশে কোভিড সংক্রমণের হার বাড়ছে। দৈনিক সংক্রমণও বেশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট করোনা সংক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৯৮ হাজার ৭৪৩ জন। ভারতে গতকাল ২২ জন করোনার কারণে মারা গিয়েছেন। ভারতে করোনার কারণে সরকারী হিসেবে মোট মৃত্যু দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ২৪ জন। দেশে দৈনিক করোনা সংক্রমণের হার দাঁড়িয়ে ১.০৭ শতাংশে। সপ্তাহিক সংক্রমণের হিসেবে ০.৭০ শতাংশ। ভাল খবর হল গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার মানুষ করোনা থেকে সুস্থ উঠেছেন।
তার মধ্যে শুধু দেশের রাজনীতি দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেব ১৬৫৬ জন। তবে বড় স্বস্তির খবর গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় কেউ মারা যাননি। তবে দিল্লিতে করোনা বাড়ায় মাস্ক বাধ্যতামূলক হওয়ার পর আরও কিছু বিধিনিষেধ চালু হতে পারে বলে জল্পনা। আরও পড়ুন: মধ্যপ্রদেশের ইন্দোরে দোতলা বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের
দেশে গত কয়েকদিনে করোনা বৃদ্ধির একটা ঘটনা হল, ঝাড়খণ্ডের এক আবাসিক বিদ্যালয়ে গত দু দিনে ১৯ জন কোভিডে আক্রান্ত হয়।