Coronavirus Cases In India: আশাজনকভাবে কমল করোনার দৈনিক সংক্রমণ, দেশে অ্যাকটিভ কেস ৯.১৯ লাখ
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ৬ অক্টোবর: মঙ্গলবার ভারতে নতুন করোনা রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) আশাজনক ভাবেই অনেকটা কমল। প্রায় একলাফে নতুন সংক্রমণের পরিমাণ কমল ১৫ হাজার। গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ২৬৭ জন। এই সঙ্গে একদিনে করোনার বলিও লক্ষ্যণীয়ভাবেই কমেছে। গতকাল সারাদিনে করোনায় মারা গিয়েছেন ৮৮৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩ হাজার ৫৬৯ জন। দেশের মোট করোনা আক্রান্ত ৬৬ লাখ ৮৫ হাজার ৮৩ জন। এই মুহূর্তে সংক্রামিত ৯ লাখ ১৯ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত কমেছে ১৫ হাজার ৪০৪ জন। আরও পড়ুন-Manish Shukla Murder Case: মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার আততায়ী ও ব্যবসায়ী, পুরোনো শত্রুতার জেরেই হত্যা বলছে পুলিশ

এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, ৫৬ লাখ ৬২ হাজার ৪৯০ জন। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮৪ শতাংশ। আইসিএমআর-এর তথ্য বলছে, গতকাল সোমবার দেশে ১০ লাখ ৮৯ হাজার ৪০৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মোট ৮ কোটি ১০ লক্ষ ৭১ হাজার ৭৯৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ধারাবাহিকভাবে মহারাষ্ট্র দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ৫৩ জন। মৃত্যু মিছিলে শামিল রাজ্যে ৩৮ হাজার ৩৪ জন। মহারাষ্ট্রে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮০ শতাংশ। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ দেশের আর ২ করোনা বিধ্বস্ত রাজ্যের মধ্যে অন্যতম