(Photo Credits: LatestLY)

নয়াদিল্লি, ১১ মার্চ: করোনা-আতঙ্কে (Coronavirus Scare) ভুগছেন সাধারণ মানুষ। দরকার ছাড়া পাবলিক প্লেসকে সকলেই জানিয়েছেন বিদায়। কারণ ভারতেও ক্রমাগত বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। একলাফে ১০জন করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০। Economic Times-র রিপোর্ট অনুযায়ী, গত দু'মাসে করোনা ভাইরাসের আক্রমণের আতঙ্কে শপিং মল কিংবা রেস্তোরাঁতে ভিড়ের পরিমাণ একধাক্কায় কমেছে ১৫-২৫ শতাংশ। কারণ ভিড় এলাকা এড়িয়েই চলার চেষ্টা করছেন সকলে। এছাড়া দেশজুড়েই হোটেলগুলিতে যে আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয় দেশীয় সংস্থার সঙ্গে। সেগুলিও বাতিল করা হয়েছে। এবছরের হোলি পার্টিতেও গা ভাসায়নি সাধারণ মানুষ।

দেশের যেসমস্ত রাজ্যে করোনা-আক্রান্তের খবর মিলেছে। সেসমস্ত রাজ্যের শপিং মল এবং রেস্তোরাঁগুলিতেই জনসমাগম ক্রমশ কমছে। এরমধ্যে ৩১ মার্চ পর্যন্ত কেরলে পাবলিক ইভেন্টসের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। পাবলিক ইভেন্টের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল এবং মুভি থিয়েটার। আরও পড়ুন: Pakistan Air Force's F-16 Crashes: ভেঙে পড়ল পাকিস্তান বিমানবাহিনীর F-16 যুদ্ধবিমান 

স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬০। নতুন করে ১০ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে ৮ জন কেরলের বাসিন্দা রয়েছেন। এছাড়া রাজস্থান (Rajasthan) এবং দিল্লিতে (Delhi) নতুন করে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

করোনা রুখতে উত্তর-পূর্ব ভারত নিয়েছে কড়া পদক্ষেপ। সিকিম এবং অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ইতিমধ্যেই বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। এবার তৃতীয় রাজ্য হিসেবে সেই তালিকায় নাম লেখাল মিজোরাম।মায়ানমার এবং বাংলাদেশ (Bangladesh), এই দুটি দেশের সীমান্তই বিশেষত বন্ধ রেখেছে মিজোরাম।