Coronavirus Outbreak In India: 'বিপর্যয়' ঘোষণা, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ২ জনের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য কেন্দ্রের
ছবিটি প্রতীকী (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত ২ জনের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Ministry) তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। করোনাভাইরাস মোকাবিলায় জড়িত কর্মী ও আধিকারিকরাও এর আওতায় থাকবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার করোনাভাইরাসকে 'নোটিফায়েড ডিজাস্টার' বলে ঘোষণা করেছে। তাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে সাহায্য করা যাবে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। ভারতে নতুন করে আরও ২ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৩ জন। শনিবার সকালে মহারাষ্ট্রের ২ জনের দেহে নোভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। সংক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও পড়ুন: Coronavirus Outbreak: সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার, চলবে উচ্চমাধ্যমিক

১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh) যাত্রীবাহী ট্রেন ও বাস চলাচল এক মাসের জন্য স্থগিত করা হবে। মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস দুটি ট্রেন ভারত এবং বাংলাদেশকে সংযুক্ত করে। মৈত্রী এক্সপ্রেস কলকাতা এবং ঢাকা শহরে চলে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতাকে বাংলাদেশের খুলনা শহরের সঙ্গে যুক্ত করে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিচারে আজ সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতে আক্রান্তদের মধ্যে ৬৬ জন ভারতীয় নাগরিক, ১৭ জন বিদেশি (১৬ জন ইতালির, ১ জন কানাডার)।