নতুন দিল্লি, ৪ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্ক ক্রমেই ছড়াচ্ছে। সংক্রমণ যাতে আর বাড়তে না পারে তাই রোজই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার পড়ুয়াদের সতর্ক করতে নতুন করে নির্দেশিকা জারি করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Human Resources and Development)। বুধবার সেই নির্দেশিকা প্রতিটি রাজ্যকে পাঠিয়েছে। ওই নির্দেশিকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধের উপায়ের কথা বলা হয়েছে।
জারি হওয়া নির্দেশিকায় কয়েক দফা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে, বারবার হাত ধোয়া। দু'জন ব্যক্তির কথা বলার সময় কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখা। হাত মেলানো ও চুম্বন এড়িয়ে চলা। জ্বর-সর্দি-কাশি হলে গণ পরিবহণে না চড়া। জ্বর-সর্দি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া। হাঁচি বা কাশির সময় মুখ, নাক ঢেকে রাখা। রুমাল বা টিসু পেপার ব্যবহার করা। হাতাওলা পোশাক পরা। আরও পড়ুন: Hindu Mahasabha: করোনাভাইরাস রুখতে 'গোমূত্র পার্টি', বিনামূল্যে মিলবে গোবরের কেক, গোমূত্র
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Union Health Minister Harsh Vardhan) সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন একথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়, "দেশে এখনও পর্যন্ত ২৮ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন রয়েছেন কেরলের। ভারতে করোনা আক্রান্তের তালিকায় এই তিনজনের নামই ছিল শীর্ষে। যদিও তারা এখন সেই রোগ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে।" একইসঙ্গে তিনি আরও বলেন, ৯ জন ভারতীয় নাগরিক এবং ১৬ জন বিদেশি নাগরিক, যারা ভারতে এসেছিলেন। তাদের শরীরে এই ভাইরাস মিলেছে।এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও সাংবাদিক বৈঠকে একই পরামর্শ দিয়েছেন। সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে এ পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। যাতে গুজব এড়িয়ে পড়ুয়ারা আসল খবর জানতে পারে। একইসঙ্গে তাঁরা তাঁদের পরিবার-পরিজনদেরও সতর্ক করতে পারে।