তিরুবনন্তপুরম, ৩০ জানুয়ারি: ভারতেও করোনা ভাইরাসের (Coronavirus) থাবা। এই মারণ ব্যাধির প্রথম সংক্রমণ ধরা পড়ল কেরালায় ( Kerala )। কেরালায় এক ছাত্রের দেহে নোভেল করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার। ওই ছাত্রকে পৃথক ভাবে রেখে ২৪ ঘণ্টা তার ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনেহ উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন ওই পড়ুয়া। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই পড়ুয়াকে। চিকিত্সকরা জানাচ্ছেন, বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য এখনও চিনে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৭০০ জন। চিন সরকারের দাবি অনুযায়ী ১৭০ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশেই মৃত্যু ৩৭ জনের। ওই জায়গাকে করোনা ভাইরাসের ‘এপিক সেন্টার’ বলা হচ্ছে। এছাড়া কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ৪০০ জনকে তাঁদের নিজেদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যাচ্ছ, ওই ছাত্র চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। দিল্লি এবং মুম্বইতেও অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ১ জানুয়ারির পর চিন থেকে ফিরেছেন এমন যে কেউ সর্দি-কাশি-জ্বরে ভুগলে তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আরও পড়ুন: Coronavirus Outbreak: চিনে করোনা ভাইরাস প্রাণ কাড়ল অন্তত ১৭০ জনের, নতুন করে আক্রান্ত ১৭০০
কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা (Kerala Health Minister K.K. Shailaja ) বলেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ৮০৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে ১৯ জনকে ভর্তি করা হয়, যার মধ্যে ৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "পুনরায় ভাইরোলজি পরীক্ষাগারে ষোলটি নমুনা পাঠানো হয়েছিল, যার মধ্যে ১০টি নেগেটিভ বলে নিশ্চিত করা হয়েছিল। বাকিদের ফলাফল জানা যাবে। যারা চিন থেকে ফিরে এসেছেন তাঁদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনে তাঁদের যোগাযোগ করা উচিত। স্বাস্থ্য কর্তৃপক্ষ, যার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।