চলছে করোনার চেকআপ (Photo Credits: IANS)

ভুবনেশ্বর, ১৮ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ নিল ওড়িশা সরকার (Odisha Govt)। বিদেশ থেকে যারা ফিরছেন, তাঁদের প্রত্যেকের নাম নিবন্ধীকরণ (Registration) বাধ্যতামূলক করল তারা। নাম নথিভুক্ত করালে ১৪ দিনের জন্য হোম আইসোলেশনে (Home Isolation) থাকতে হবে, তার জন্য এককালীন ১৫,০০০ টাকা ইনসেনটিভ দেবে সরকার। আজ এই সিদ্ধন্তের কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha Chief Minister Naveen Patnaik)। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে নাম নিবন্ধীকরণ করার আবেদন করেছেন।

ওড়িশা সরকারের অনলাইন পোর্টাল https://covid19.odisha.gov.in বা হেল্পলাইন নম্বর ১০৪-এ ফোন করে বিদেশ থেকে ওডিশায় ফেরা যে কেউ নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে নাম নথিভুক্ত করাতেই হবে। বিদেশফেরত যে কেউ নিজের নাম নথিভুক্ত না করালে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। দেশে ফেরার আগেই নাম নথিভুক্ত করালে তা অত্যন্ত প্রশংসাযোগ্য হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: Coronavirus Outbreak In India: এবার করোনার গ্রাসে ভারতের সেনাবাহিনী, আক্রান্ত জওয়ান লাদাখে কর্মরত

হোম আইসোলেশনে থাকাকালীন তাঁদের অবস্থান ও শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখবে ওডিশা সরকার। যাঁরা ইতোমধ্যেই বিদেশ থেকে এই রাজ্যে এসেছেন, তাঁদের নাম নথিভুক্ত করাতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু করে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।