ফাইল ফোটো (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৪ মার্চ: কর্ণাটকের পর দিল্লি (Delhi)। করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রবীণার। শুক্রবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে (RML Hospital) মৃত্যু হয় ৬৫ বছরের ওই প্রবীণার। এর আগে বৃহস্পতিবার কর্ণাটকে (Karnataka) মারা যান ৭৮ বছরের এক বৃদ্ধ। জ্বর ও সর্দি নিয়ে গত ৭ মার্চ রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হন পশ্চিম দিল্লির জনকপুরীর বাসিন্দা ওই প্রবীণা। তাঁর ছেলে সম্প্রতি ছেলে সুইৎজারল্যান্ড ও ইতালি ঘুরে ভারতে ফেরেন। তাঁর কাছ থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হন ওই প্রবীণা, এমনটাই মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান বলেন, "দিল্লির একটি হাসপাতালে ৬৫ বছরের বেশি এক করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন। করোনাভাইরাসের কারণে ভারতে এটি দ্বিতীয় মৃত্যু।" আরও পড়ুন: Coronavirus Scare In Kolkata: মহামারী করোনাভাইরাস, পড়ুয়াদের স্কুলে না পাঠানোর নির্দেশ সাউথ পয়েন্টের

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মহিলা করোনাভাইরাসে আক্রান্ত ছেলের থেকে আক্রান্ত হন। ৫-২২ ফেব্রুয়ারি ওই মহিলার ছেলে সুইত্জারল্যান্ড ও ইতালি ঘুরে এসেছিলেন। তিনি ২৩ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ৭ মার্চ জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মহিলার উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস ছিল। ৮ মার্চ মহিলার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ৯ মার্চ তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রক্ত পরীক্ষায় COVID-19 পজিটিভ হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা ৮০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে ৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ১৫ এপ্রিল অবধি সমস্ত পর্যটক ভিসা স্থগিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে।