Coronavirus Cases in India: দেশে ফের করোনা সংক্রমণের ৫০ হাজার পার, তবে নিম্নমুখী মৃত্যুসংখ্যা
Representational Image | (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৭ জুন: দেশে খানিকটা বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা (Coronavirus Cases in India)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০,০৪০ জন করোনায় আক্রান্ত। আশা জাগিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫%। এখনও পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যা ১,২৫৮। গতকালের নিরিখে অনেকটাই নিম্নমুখী মৃত্যুসংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭,৯৪৪ জন।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৫১`হাজার ০২৯। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস। আরও পড়ুন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মতোই কি ভয়াবহ হতে চলেছে তৃতীয় ঢেউ, কী জানাল আইসিএমআর

তবে আইসিএমআর-এর (ICMR) চিকিৎসক সমীরণ পান্ডা শনিবার জানান, করোনার (COVID 19) তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না। আরও বেশি করে টিকাকরণের মাধ্যমে করোনার তৃতীয় ঢেউকে ক্রমাগত প্রশমিত করা যাবে। ডেল্টা প্লাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দেশের প্রত্যেক মানুষকে টিকা (Vaccine) নিতে হবে বলেও সতর্ক করেন সমীরণ পান্ডা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে দেশের ১০টি রাজ্য থেকে ৪৯ জনের ডেল্টা প্লাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।