নতুন দিল্লি, ৮ মে: দেশজুড়ে আবারও ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্ৰমণ (Coronavirus Cases in India)। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪,০১,০৭৮। মৃত ৪,১৮৭ জন। তামিলনাড়ুতে (Tamil Nadu) জারি ২ সপ্তাহের সম্পূর্ণ লকডাউন (Lockdown)। ১০ মে থেকে শুরু হবে লকডাউন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,১৮,৬০৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,২৩,৪৪৬।
সবমিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,১৮,৯২,৬৭৬। করোনা প্রাণ কেড়েছে ২,৩৮,২৭০ জনের। এখনও পর্যন্ত যাঁরা রোগকে জয় করেছেন সেই সংখ্যাটাও উল্লেখযোগ্য। মোট আক্রান্তের মধ্যে ১,৭৯,৩০,৯৬০ জন করোনাকে কাবু করেছেন। যদিও সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,২৩,৪৪৬ জন। ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ১৬,৭৩,৪৬,৫৪৪ জনকে। আরও পড়ুন, দেশজুড়ে অভিন্ন নীতি ও বিনামূল্যে ভ্যাকসিনের দাম নেওয়া হোক, সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের
India reports 4,01,078 new #COVID19 cases, 3,18,609 discharges, and 4,187 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,18,92,676
Total discharges: 1,79,30,960
Death toll: 2,38,270
Active cases: 37,23,446
Total vaccination: 16,73,46,544 pic.twitter.com/QRK5bnwMkO
— ANI (@ANI) May 8, 2021
দেশজুড়ে তৃতীয় ধাপে চলছে করোনার টিকাকরণ। ১৮-৪ বছর বয়সীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। যদিও পশ্চিমবঙ্গে তা এখনও থমকে। শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে পেরিয়ে গেছে ১৯ হাজার। ১৯, ২১৬ জন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত। মোট মৃতের সংখ্যা ১১২। সুস্থ হয়েছেন ১৭,৭৮০। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১,২৪,০৯৮।